আরেকটা নিউজলেটার?

ফেসবুকেই ত সব পোস্ট পাই, মেইলও অত চেক করা হয়না, কিসের এত নিউজলেটার?

ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখালেখি, ভিডিও শেয়ারিং এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখি এবং শেখাই। কিন্তু সমস্যা হলো, এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের কন্টেন্টের সিকিউরিটি পুরোপুরি আমাদের হাতে নেই। হুট করেই ফেসবুক একাউন্ট ডিলিট হয়ে যেতে পারে, রিচ কমে যেতে পারে, বা কোনো কন্টেন্ট হঠাৎ করেই গায়েব হয়ে যেতে পারে। এতে করে আমরা শুধু কন্টেন্টই হারাই না, সেই সাথে আমাদের সময়, শ্রম এবং জ্ঞানও হারিয়ে যায়। এই সমস্যাটা অনেকের জন্যই বড় একটি ঝামেলা, কারণ আমরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষামূলক কন্টেন্ট এবং ব্যক্তিগত স্মৃতি এইসব সোশ্যাল মিডিয়াতেই সংরক্ষণ করে রাখি।

এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের কিছু সচেতন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রথমত, গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। লেখাগুলো নোটসে বা গুগল ড্রাইভে সেভ করে রাখা, ভিডিওগুলো ডাউনলোড করে সংরক্ষণ করা, বা ক্লাসের ম্যাটেরিয়ালগুলো কম্পিউটারে বা ক্লাউড স্টোরেজে জমা রাখা উচিত। যদিও এগুলা আসলে হারানোর আগ পর্যন্ত মর্ম বোঝা যায় না।

দ্বিতীয়ত, শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর না করে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। ফেসবুক ছাড়াও ব্লগ, ইউটিউব, বা অন্য কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট শেয়ার করা যেতে পারে। এতে করে এক জায়গায় সমস্যা হলে অন্য জায়গা থেকে কন্টেন্ট রিকভার করা সহজ হয়।

সত্য বলতে, আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং এর সমাধান খুঁজতে গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেছি। রিসেন্টলি আমার আগের ফেসবুক একাউন্ট পুরোপুরি বন্ধই হয়ে যায়। তো এর আগে মিডিয়াম, কোরা, ডেভ টু এবং হ্যাশনোডে লেখালেখির চেষ্টা করেছি।

এখন আমার লক্ষ্য হলো সপ্তাহে বা মাসে অন্তত একটি করে লেখা পাবলিশ করা, যা কারো না কারো উপকারে আসবে। এতে করে শুধু অন্যদেরই উপকার হবে না, বরং লং টার্মে আমার নিজের জন্যও এটি ভালো হবে। কারণ, নিয়মিত লেখালেখির মাধ্যমে আমি নিজের চিন্তাভাবনা গুছিয়ে নিতে পারবো, নতুন কিছু শিখতে পারবো এবং আমার জ্ঞান অন্যদের সাথে শেয়ার করতে পারবো।

জানেনই ত, শেখার সবচেয়ে বড় উপায় হলো কাউকে শেখানো।

যাই হউক, দেখেন সময় করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিয়মিত অটোমেশন, টেক, প্রোগ্রামিং, টিপস এবং ট্রিকস সহ অনেক বিষয় নিয়ে লেখালেখি করা হবে ইনশাআল্লাহ।

Reply

or to participate.