- Taher's Newsletter
- Posts
- ৩০ দিনের একটা চ্যালেন্জ
৩০ দিনের একটা চ্যালেন্জ
শত শত মানুষ চ্যালেন্জটা নিয়েছে, আপনি পারবেন ত?
প্রোগ্রামার ভাইরা, আপনাদেরকে আগামী ১ মাসের জন্য একটা চ্যালেন্জ দিচ্ছি। যে পারবেন না বলে মনে করতেসেন, সেও চ্যালেন্জটা নিবেন। চ্যালেন্জের আপডেটেড অংশ ইনশাআল্লাহ ফেব্রুয়ারীতেই চলে আসবে, তবে আগে চ্যালেন্জটা নিয়ে নিন তার আগেই।
আপনি সারাদিন ত অনেক কিছুই শিখেন, তাইনা? সকাল থেকে রাত অবধি শিখতেসেন। হতে পারে এটা প্রোগ্রামিং রিলেটেড, হতে পারে এটা প্রোগ্রামিংয়ের বাইরের কিছু। হয়তো আপনি আজকে ধরেন ইসলাম নিয়ে কিছু একটা শিখেছেন। এভাবে সারাদিন অনেক কিছুই শিখেছেন, তাইনা?
আপনার কাজ হবে প্রতিদিন সন্ধ্যায় বা রাতে একটা পোস্ট লিখবেন। হতে পারে ফেসবুক, লিংকেডইন, টুইটার, যেটায় পারেন। পোস্ট লিখবেন সম্পূর্ণ জিপিটি বা এআই বাদ দিয়ে। এআই দিয়ে আলতু ফালতু পোস্ট জেনারেট না করে সম্পূর্ণ নিজের ভাষায় লিখবেন, পুরো বাংলা লিখতে পারলে সবচেয়ে ভাল। নিজের জন্য লিখবেন, নিজেকে লিখবেন।
এভাবে কোন গ্যাপ ছাড়া প্রতিদিন লিখবেন। একটা দিনও গ্যাপ দেয়া যাবেনা। গ্যাপ দিলে আবার ১ থেকে কাউন্ট করবেন। নেট না থাকুক, বিদ্যুত না থাকুক, কিছু যায় আসবে না, ১ থেকেই কাউন্ট করতে হবে। প্রথম টার্গেট হবে টানা ৩০ দিন ধরে লিখবেন। ৩০ দিনের একদিনও বাদ যাবে না। চিটিং করবেন না, এআই দিয়ে ভুংভাং কপি পেস্ট করবেন না, এটা আপনার চ্যালেন্জ, আপনাকে আপনি করতেসেন।
পোস্টের শেষে হ্যাশট্যাগ দিবেন #30DaysOfTIL যার মানে ৩০ দিনের আজকে কি শিখলাম চ্যালেন্জ। এরপর লিখবেন, Day 1/30 বা এমন কিছু যাতে পড়লে বোঝা যায় আজকে আপনার এই চ্যালেন্জের কততম দিন।
মনে রাখবেন, যদি রাত ১২ টা পার হয়ে যায়, তাহলে আবার ১ম দিন হিসাবে শুরু করতে হবে, যার জিম্মাদারি আপনার নিজের কাছে নিজেরই। রাত পার হলে যেমন তারিখ ফেরত আনা যায় না, তেমনি আপনার দিনের কাউন্টারকেও ফেরত আনা যাবেনা।
আপনি কি চ্যালেন্জ নিতে প্রস্তুত?
Reply